বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ট্রাম্পকে ফোন করে পাশে থাকার আশ্বাস মোদির

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২০, ১:০৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হুমকি-পাল্টা হুমকির মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দিলেন, আগের মতোই একসঙ্গে কাজ করতে চান তিনি। দুই দেশ একসঙ্গে পাশাপাশি থেকে কাজ করবে। খবর ইন্ডিয়া টুডের

মঙ্গলবার সকালে ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, ‘‌ট্রাম্প এবং তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।’

সেই সঙ্গে মোদি আরও বলেছেন, ভারত–মার্কিন সম্পর্ক এখন ক্রমে মজবুত থেকে আরও মজবুত হচ্ছে।‌

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। পাশাপাশি মোদি এবং ভারতবাসীকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তবে সন্ত্রাসবাদ, পাকিস্তান বা ইরান–মার্কিন সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

টি.কে ওয়েভ-ইন