শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন প্লাটফর্মে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
সেলিম আল রাজ || সহ-সম্পাদক
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন প্লাটফর্মে রবিবার (১৪ নভেম্বর/২১) কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিইডিপি) ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন সেশনের উদ্বোধন করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাসানুর রহমান।

এসময় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তোলে ধরেন রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের উপ পরিচালক সালমা পারভিন। এছাড়াও ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের পরিচালক মমিনুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের টেকনিক্যাল অফিসার এন্ড সিস্টেম এডমিন-টিটিআইস সিস্টেম মো. মহিবুল হাসান প্রমুখ। সিইডিপি ১৬তম ব্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪০জন শিক্ষকের অংশগ্রহণে ২৮ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রমজান আলী, রাজবাড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. বাহারুল আলম সিদ্দিকী, আনন্দমোহন সরকারি কলেজের প্রভাষক সালমা খাতুন, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক মো. সেলিম, আলমডাঙ্গা কলেজের প্রভাষক মো. আব্দুস সালাম, ডাকশিন সুরমা কলেজের প্রভাষক আব্দুর নূর, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক শাহনাওয়াজ মুর্শেদ, প্রভাষক মোহাম্মদ সালাম উদ্দিন, রাজশাহী কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক তানিয়া তানজিন, ভেরামারা কলেজের প্রভাষক মো.রুহুল আমিনু, শরীতপুর সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, শামসুল হক কলেজের প্রভাষক মোশারফ হোসেন, হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের প্রভাষক সোহেল রানা, হাবিবুল্লাহ বাহার কলেজের প্রভাষক নাদিয়া ফারজানা নিপা, সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, শিবগঞ্জ এম.্এইচ কলেজের প্রভাষক মো. গোলাম রাব্বানী, পৌর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইকরামুল হক, কুলাউড়া কলেজের প্রভাষক জাহিদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. রকিবুল ইসলাম শাহিন, কেন্দ্রয়া কলেজের প্রভাষক মো. রবিউল হোসেন, সরকারি তলারাম কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক মো. শাহদাত হোসেন, এস.ক বোরহান উদ্দিন কজেলের প্রভাষক এস.এম. জায়েদুন নাহিন, সিধেস্বরী কলেজের প্রভাষক মুহাম্মদ আবু মোসা, রেদওয়ান আহমেদ কলেজের প্রভাষক মো. আলাউদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক মো. লুৎফুর রহমান, নগাঁও সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল হক, সরকারি কে.সি কলেজের প্রভাষক মো. ইমরান হাসান, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মো. বিল্লাল হোসাইন, কে.বি.এম. কলেজের প্রভাষক ওয়ালিউর রহমান, ফেনী সরকারি কলেজের প্রভাষক মো. মনজুরুল হাসান, সরকারি ঈশ্বরদী কলেজের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুর রহমান, ওয়ালি নেওয়াজ খান কলেজের প্রভাষক মো. আজিজুর রহমান নয়ন, সরকারি শাহ সুলতান কলেজের প্রভাষক মো. আব্দুল হামিদ, রাঙ্গামাটি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, সাপাহার সরকারি কলেজের প্রভাষক মোসা রুবা ইয়াসমিন।