শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় পতাকা উত্তোলন দিবসের ৫১বছরপূর্তিতে গৌরীপুরে পতাকা উত্তোলন ও পতাকা মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ৩, ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ

জাতীয় পতাকা উত্তোলন দিবসের ৫১বছরপূর্তি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২মার্চ/২০২২) জাতীয় পতাকা উত্তোলন ও পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পতাকার লাল-সবুজের মর্মবাণী হৃদয়ে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন তাসাদদুল করিম, মোমেন আকন্দ, সাইফ উদ্দিন, নাজিম আহমেদ, মাহফুজুর রহমান, মো. আরাফাত মিয়া প্রমুখ।