বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ

দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি। আগামী ২৭ মার্চ থেকে প্রতি সপ্তাহে একটি করে এ ট্যাবলেট খাওয়াতে হবে বলে আজ বুধবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি

এতে বলা হয়, সারা দেশে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউনিসেফের সহায়তায় এবং অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসের মাধ্যমে চলে এ কার্যক্রম। এ সংক্রান্ত গাইডলাইনসহ অ্যাপসটি ২০২০ সালের ৮ অক্টোবর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কৈশরকালীন পুষ্টি কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ কোটি আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ অফিস আদেশে ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।