বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চ্যাম্পিয়ান বাংলাদেশ নৌবাহিনীর নুরুজ্জামান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:২১ অপরাহ্ণ

শ্যামল ঘোষ, গৌরীপুর প্রতিনিধি :
পাঠকপ্রিয় দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৩ডিসেম্বর/১৯) মহান বিজয় দিবস ৮ম যুব মিনিম্যারাথন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক শহীদ হারুণ পার্ক থেকে দেশের ১৫টি জেলার ১১৩জন প্রতিযোগী এ খেলায় অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ান হন বাংলাদেশ নৌবাহিনীর দৌড়বিদ নুরুজ্জামান। তার বাড়ি নেত্রকোণা জেলার বিশুরা। খেলা পরিচালনা করেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক ও স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
পর্যায়ক্রমে সেরা ১০জন হলেন গৌরীপুরের নারায়ন চন্দ্র সরকার, ঢাকার আরিফ হাসান, মোঃ রানা মিয়া, গৌরীপুরের সুজন চন্দ্র মোদক, আব্দুল হালিম, মির্জাপুরের আব্দুল হক আব্দুল্লাহ, আরএফএলের কর্মকর্তা লোকমান হাকিম, গৌরীপুরের কবীর হোসেন সুজন, শুভংকর ঘোষ, কিশোরগঞ্জের মোহন মিয়া। বিচারকের দায়িত্ব পাল। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, স্বজনের ক্রীড়া সম্পাদক মোঃ মোয়াজ্জেল হোসেন, লেখক সংঘের কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও গৌরীপুর স্বজন উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহফুজ উল্লাহ, হজ¦ এজেন্সী স্কাই হলিডেজের অংশীদার আলহাজ¦ আলী এমদাদ খান মোহন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, এনায়েত হোসেন শামীম, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, স্বজন মেডিকেল টিম প্রধান ডাঃ একেএম মাহফুজুল হক, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, দৌড়বিদ মোঃ নুরুল হক, মোঃ আব্দুল মান্নান, মোঃ কামাল হোসেন, বিজন সরকার, সাহিত্য সম্পাদক গোপা দাসা, প্রতিমা রাণী সরকার, উপজেলা স্বজনের সাবেক সহসম্পাদক মাজেদুর রহমান মিঠুন, পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, কলেজ স্বজনের সভাপতি মোঃ আল আমিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, স্বজন নুর মোহাম্মদ খান প্রমুখ। সড়ক শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেটদল। আগামীকাল ১৫ডিসেম্বর সকাল ৭টা ৩০মিনিটে ৪০উর্ধ্বদের মিনিম্যারাথন গৌরীপুরের ঐতিহাসিক শহীদ হারুণ পার্ক থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় ইতোমধ্যে দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে দৌড়বিদগন নিবন্ধন করেছেন।