বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চিন্ময়ী – অনামিকা সরকার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
অনামিকা সরকার || কবি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ

প্রান কে নারী পূর্ণতা দেয়
এজন্য নারী মৃত্যুকেও
মহিয়ান করতে পারে,
সে যে অন্য কোন নারী নয়
শুধুই “চিন্ময়ী ”

চেতনার রুপে যে
সর্বত্র জাগ্রত
সেই হলো শুধুই ” চিন্ময়ী ”

কি সুন্দর!!!
অবাক করা এক নিশীথে
যার নাম রাখা হয়েছিলো
“” চিন্ময়ী ”
অাশ্চর্য!!
সুন্দর এক রাত ছিলো
চিন্ময়ীর জন্য সুখময়ী।

সদা হাস্যজ্জ্বল সুহাসিনী
অবাক করা মনকাড়া
আনকোরা সদ্যস্থানে,
মাথায় গামছা বাধাঁ
সে যে আর কেউই নয়
শুধুই “চিন্ময়ী ”

চাঁদের আলোয় আলোকিত
তোমার চিবুক,
তৃষিত নয়ন দেখছে
তোমার সুন্দর চাঁদ মুখ।

সে যে সু-নয়না মধুর বেশে
ভরলো মন অধির আবেশে
শরতের শিশির শেফালী ফুলে
তোমায় নিয়ে সেই কল্পনায়
সব গিয়েছি ভুলে।।

পরমা তুমি শক্তিরূপা
ভবানী তুমি নববর্তিকা,
মৃন্ময়ী নও তুমি
শুধু -ই “চিন্ময়ী””

এ মহাতিথিতে তোমায়
যে করেছে আবিস্কার,
সে শুধু মাত্র আলোর বর্তিকা
হৃদয় আলোয়ে শোভা
আর জগতের মনোলোভা।।

তব আশ্বাসে বানী মন্ত্রিত
যুগ যুগান্তর পারে,
তোমায় নিয়ে রচিয়েছি
এ ধরার পৃথিবীতে।।

শুধু কাব্য ছাড়া
মহিমায় তুমি “মৃন্ময়ী ”
চেতনার রূপে উন্মোচন
সে যে শুধুই “চিন্ময়ী “।