মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চবিতে ‘ছাত্রী হেনস্তার সূত্রে’ ছাত্রলীগের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জুলাই, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ২০, ২০২২, ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ না করে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজাউল হক রুবেল (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে মঙ্গলবার রাতে রেজাউল হক রুবেলকে মোবাইলফোনে কল করে ‘কারণ দর্শানোর’ কারণ জানতে চাইলে তিনি কল কেটে দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘কী কারণে নোটিশ দেওয়া হয়েছে জানার চেষ্টা করছি।’

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘কেন কারণ দর্শানো হয়েছে রেজাউল হক তা জানেন। তিনি ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। এর বেশি কিছু তো বলা যাচ্ছে না।’
গত রোববার রাত ১০টায় বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন সংগীত বিভাগের এক ছাত্রী। এ সময় অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি তাদের বেধড়ক মারধর, ছিনতাই ও ছাত্রীর শ্লীলতাহানি করে। এ সময় হেনস্তাকারীরা ওই ছাত্রীর মোবাইলফোনে ভিডিও ধারণ ও জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। পরবর্তীতে দুটি মোবাইলফোন, ৩ হাজার টাকা ও তাদের ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় অজ্ঞাতনামারা।

এ ঘটনায় পরদিন প্রক্টর অফিসে অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থী। হেনস্তার শিকার ছাত্রীর বন্ধু বলেন, ‘ঘটনার পরদিন সকালে যে অভিযোগপত্র দেওয়া হয়, সেটিতে ঘটনার হুবহু বর্ণনা ছিল। কিন্ত পরবর্তীতে রেজাউল হক রুবেল অভিযোগ প্রদানে বাধা প্রদান করেন। মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রক্টর অফিসে মিটিং হওয়ার সময় রেজাউল হক উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেজাউল হকের অনুসারী ছিলেন। তিনি রেজাউল হককে মোটরসাইকেলে ঘুরে প্রটোকল দেন। এখন এই ঘটনাকে ছাত্রলীগ নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।’

ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রক্টর অফিসে মিটিংয়ে রেজাউল হক রুবেল উপস্থিত ছিলেন কিনা- এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর রবিউল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রুবেল মিটিংয়ে ছিলেন না। তবে তিনি আমাকে ঘটনার রাতে ফোন করে শুধু ছিনতাইয়ের বিষয়ে জানান এবং ব্যবস্থা নিতে বলেন। পরদিন তার সাথে আমার সরাসরি দেখা হলে ঘটনার বিস্তারিত জানান।’

তিনি আরও জানান, এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছাত্রীদের নিরাপত্তার জন্য রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।