বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর স্বজন সমাবেশের সাবেক সভাপতি শিক্ষাবিদ কাজী এমএ মোনায়েমের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২২, ১১:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাবেক সভাপতি প্রাবন্ধিক অধ্যক্ষ প্রফেসর কাজী এম.এ মোনায়েমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৪এপ্রিল/২০২২) শোক র‌্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি এছাড়াও গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি, গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক, হাজী কাসেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ, ও সামাজিক সংগঠন অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের শোকর‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল ওয়াহাব, নিবাস চন্দ্র বর্মণ, মো. ইদ্রিস আলী, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান প্রমুখ।
কাজী এম.এ মোনায়েম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএসসিসি) এর অনারারী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অসংখ্য শিক্ষামূলক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। গৌরীপুর ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তী গ্রন্থের লেখক। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বোকাইনগর ইউনিয়নের কাজীপাড়া নিজ গ্রামে কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।