মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব বন্ধু দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ আগস্ট, ২০২১
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২১, ৭:৪২ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১ আগস্ট/২০২১) বিশ^ বন্ধু দিবস উপলক্ষে ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ স্লোগানে বন্ধু হওয়ার আহবানে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী করা হয়। বন্ধু দিবসের প্রারম্ভিক বক্তব্যে গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন বলেন, করোনাকালীন এ দুর্যোগে মানুষের বন্ধু, দেশের বন্ধু-রোগীর বন্ধু খুব প্রয়োজন। বিপদে বন্ধুর আসল পরিচয়। আসুন আমরা সামাজিক বন্ধু হই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ও এনটিটি স্বজন সমাবেশের সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন রাতুল। তিনি বলেন, স্বজনরা মানুষের বন্ধু। বন্যাদুর্গত ও ঘুর্ণিঝড়ে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন দুর্যোগে স্বজন সমাবেশের টিম সাহসী ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। আরো বক্তব্য রাখেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সহসভাপতি প্রভাষক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রতিভা মডেল স্কুলের সাবেক পরিচালক সৌমিত্র শেখর দাস, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. সারোয়ার জাহান সোহেল, উপজেলা স্বজন সমাবেশের সাবেক দপ্তর সম্পাদক মো. নান্নু মিয়া, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অফিস সহায়ক মো. আজিজুল হক, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।

 

টি.কে ওয়েভ-ইন