বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুর সরকারি কলেজে এইচএসসির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ জুলাই, ২০২২
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহ গৌরীপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রোববার (৩জুলাই/২০২২) কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও পরীক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে কেক কাটা, টি-শার্টে অনুভূতি’র দেয়াল লিখন, নাটিকাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে র‌্যাগ-ডে উদযাপন করে।

কলেজ কর্তৃপক্ষ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল ফারাহ। সঞ্চালনা করেন আইসিটি বিভাগের প্রভাষক শামীম আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মিলটন ভট্টাচার্য্য।
বক্তব্য রাখেন বিসিএস (সাঃ শিঃ) ক্যাডার কর্মকর্তা পরিষদের সম্পাদক মো. হারুন-উর-রশীদ, সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যপক জিল্লুর রহমান, কিল্লা বোকাইনগর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম। দেশ ও শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যত নিরাপদ জীবন কামনায় মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।

অপরদিকে এইচএসসি পরীক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে র‌্যাগ-ডে উদযাপনের মধ্যদিয়ে দিনটিকে স্মরণীয় রাখতে নানা কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীতে অংশ নেয় এইচএসসি পরীক্ষার্থী সুপ্রিয় নন্দ পাল, মাহমুদুল মামুন, আবু হুসাইফা ইমন, সাকিম মাহমুদ , সাকিন আহমেদ, বাকি বিল্লাহ, নূর মোহাম্মদ শান্ত, রওশন জাহান অর্না, রমজানুর আহমেদ নাজিম, জাহিদ হাসান লিখন, ইয়াসিনুর হাসনাত সাকিব, সাবিক হাসান ঝুমন, শরিফ মিয়া, নিলয় খাঁন, প্রিতম দেবনাথ, রাহাত হাসান, ওমর ফারুক, দালমিম আহাদ, জিহান আহমেদ, তারিফ মাহমুদ, সোহেল রানা, অনিক আহমেদ জয়, আরাফাত রহমান আকাশ, জনি চন্দ্র দাস, শাওন চন্দ্র দাস, হৃদয় বিশ্বাস, মোসলেম মিয়া, কাইয়ুম মিয়া, রাফসান সোহেল, শাকিল আহমেদ, শান্ত ইসলাম, মেহেদি হাসান সুজন, আবু হানিফ, মাসুদ করিম হিরা, আশরাফুল আলম, রাজন আহমেদ, নুরাইয়া নূর, মৌসুমী রিনি, আঁখি নুর, আঁচল জাহান, ইস্তিয়া আক্তার, রিয়া আক্তার, ফাহমিদা মারজিয়া জিবা, সানজিদা মীম, মরিয়ম টুসি, শাহনাজ মিমি প্রমুখ।