আজ বৃহস্পতিবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলিম আল রাজ || সহ-সম্পাদক
  • প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২১, ৯:০৩ অপরাহ্ণ




গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ওমর ফারুকের ইন্তেকাল

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ওমর ফারুক (৭০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১২আগস্ট ২০২১) ময়মনসিংহের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ( ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করেন মরহুমের শ্যালক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ মনিরুল সালেহী, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব সারোয়ার আহমদ সালেহী, গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সিনিয়র সাংবাধিক আহমেদ ফয়জুর সালেহীন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বদর উদ্দিন খান পাঠান, গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ , মেম্বার আব্দুল আজিজ প্রমুখ। স্মৃতিচারণ অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের ছোট ভাই গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান সহকারী মো. শহিদুল্লাহ হুমায়ুন।
অধ্যাপক ওমর ফারুক ১৯৫১ সালে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আলহাজ্ব লোকমান হেকিমের পুত্র। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে অনার্স মাস্টার্স শেষ করে। ১৯৬৭ সালে গৌরীপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি টাঙ্গাইল করটিয়া শাদাত কলেজ, গফরগাও সরকারি কলেজ, সিরাজগঞ্জ মহিলা কলেজে অধ্যাপনা করেন। ২০০৯ সালে মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজ থেকে সহযোগী অধ্যাপক হিসেবে তার বর্ণাঢ্য কর্ম জীবনের ইতি টানেন। এছাড়াও অধ্যাপক ওমর ফারুক নিয়মিত জাতীয় ও স্থানীয় পত্রিকায় কবিতা লেখতেন ।
তিনি ১৯৬৭ সালে গফরগাঁও এর শিক্ষাবিদ এ.বি মুসলে উদ্দিন আহমেদের কন্যা শাহান আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহান আরা বেগম রূপালী ব্যাংকের ডিজিএম। দাম্পত্য জীবনে দুই পুত্র সন্তানের জনক তিনি। জ্যেষ্ঠ পুত্র গুলশান রেঞ্জের নৌ পুলিশ এর সিনিয়র এ এসপি মো. শিবলী কায়ছার। পুত্রবধু ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার সামিরা সুলতানা। ছোট ছেলে মো. রিজভী কায়ছার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ের উপর অনার্স মাস্টার্স শেষ করেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ ময়মনসিংহের আকুয়াতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ জন্মস্থান গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে অনুষ্ঠিত হয়। গৌরীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোস্তফা জামান তার মামার জন্য সকলের কাছে দোয়া চান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০