শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর ভলিবলে টানা ১০বার চ্যাম্পিয়ান রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ

শ্যামল ঘোষ, গৌরীপুর প্রতিনিধি :
ভলিবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে একাধারে ১০বার চ্যাম্পিয়ান হওয়ার রেকর্ড অর্জন করেন রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ান দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করে।
শনিবার (২৮ ডিসেম্বর/১৯) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চ্যাম্পিয়ান ট্রপি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। খেলায় অংশ নেয় রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ের তানজিম আক্তার, মুন্নি আক্তার, রুবিনা আক্তার, মর্জিনা আক্তার, রোনা আক্তার, ইয়াসমিন মাহমুদা, রীতা আক্তার, হালিমা খাতুন, রিপা আক্তার, রৌশন আরা বেগম, রিপা আক্তার। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মঞ্জুর আহমেদ বাহার জানান, ২০১০সাল থেকে ভলিবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। জেলা ও বিভাগীয় পর্যায়েও একাধিকবার চ্যাম্পিয়ান হয়।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা আবদুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, স্কাউট সম্পাদক আহাম্মদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, মোঃ আজিজুল হক, মোঃ শাহজাহান, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়া, শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সভাপতি মোফাজ্জল হোসেন খান।