শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেনতামূলক শোভাযাত্রা-আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানার উদ্যোগে শনিবার (১ ফেব্রুয়ারি/২০২০) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেনতামূলক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ‘মুজিববর্ষের অঙ্গীকার; পুলিশ হবে জনতার’ শ্লোগানে ২১টি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯’র কল দেয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পরিবেশ সম্পাদক অজিদ মোদক, জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ জলিল মুনশী প্রমুখ।