শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে ১০৭তম বার্ষিক ক্রীড়া উৎসব

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২০, ৬:২২ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে শনিবার (১ ফেব্রুয়ারি/২০২০) ১০৭তম বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হক সরকার। ক্রীড়া উৎসবে ৩৭টি ইভেন্টে বিদ্যালয়ের ৪৩৬জন ছাত্রছাত্রী অংশ নেয়।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নরোত্তম রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল আলম লিটন, ময়মনসিংহ ফার্টিলাইজার এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন সরকার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার কাবাডি কোচ মো. মাহাবুব আলম রতন, ফুটবল কোচ মোঃ মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার ভারউত্তোলন কোচ তাপস কুমার দেব, ম্যানেজিং কমিটির সদস্য মো. মকবুল হোসেন, নিতাই চন্দ্র চন্দ, মো. আলী আকবর, বরুন তরফদার, মোছা. নাছিমা আক্তার, মোঃ আবুল হাশিম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মানবাধিকার কর্মী অলকেশ প-িত প্রমুখ। খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মো. নুরুল হক রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিক চন্দ্র সরকার, মো. আব্দুল গফুর, মো. হামিদুর রহমান, এএসএম মাসুদ করিম, মো. বিল্লাল হোসেন ফকির ও মো. মোজাম্মেল হক।