শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুর গণপাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৪, ২০২০, ৭:০৬ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :
ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি/২০২০) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের মূল উদ্যোক্তা প্রধান পরিচালক প্রফেসর মুহম্মদ আরশাদ আলী। অনুষ্ঠান সঞ্চনলায় ছিলেন আমিরুল মোমেনীন, আরিফ আহম্মেদ। বক্তব্য রাখেন পাঠাগারের নির্বাহী পরিচালক রণজিৎ কর, পরিচালক সত্যেন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আহসানুল হক, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল মালেক, কবি আওলাদ হোসেন জসীম, বিশিষ্ট ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শহীদুল্লাহ হুমায়ুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াহিয়া, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রভাষক মোখলেছুর রহমান, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, উমর ফারুক, বিজন চন্দ্র সরকার, উজ্জ্বল রবি দাস, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গোপা দাস, রফিকুল ইসলাম রবি, চায়না রানী সরকার, মোহনা সৃজিয়া আনিকা, শর্মী সরকার, অনামিকা সরকার, পৃথা সরকার, প্রিয়াঙ্কা চৌহান, আনিকা, শর্মি সরকার।

টি.কে ওয়েভ-ইন