বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর উপজেলায় ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ২ জন সুপারিশপ্রাপ্ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ মার্চ, ২০২২
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ

৪০ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

সুপারিশে গৌরীপুর উপজেলায় মাওহা ইউনিয়নের ঝলমলা বিএসসি বাড়ীর আব্দুল্লাহ আল মামুন ও বীর আহমদপুরের শাহ জামান আহমেদ সনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন৷ সুপারিশ প্রাপ্ত দুজনেই শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০০৮ ব্যাচের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন৷ (বিস্তারিত আসছে…………)

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশিত হয়। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।