শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর উপজেলায় আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
সেলিম আল রাজ || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৩, ২০২১, ৭:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ল্যাবে বুধবার ১৩ অক্টোবর/২১ বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম।

পুম্বাইল এফ ইউ ফাজিল মাদরাসার প্রভাষক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় ইউআইটিআরসিই এর সহকারী প্রোগ্রামার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান আলাল, প্রশিক্ষণ ব্যাচের পক্ষে বক্তব্য রাখেন তালেব হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি। এসময় ব্যাচ সমন্বয়কারী নির্বাচিত হন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. সেলিম।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থ বছরে গৌরীপুর উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ল্যাবে বেসিক আইসিটি বিষয়ক পনেরো দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচে অংশগ্রহণ করেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান, প্রভাষক নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রভাষক শামীমা আক্তার, মনোবিজ্ঞান বিভাগের মো. শাহজাহান সিরাজ, তারাকান্দা উপজেলার বনপলাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল হক সরকার, বাট্টা মিলন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল আলম, চাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ আকন্দ, মো. মফিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ধলীরকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফিরোজ্জামান সরকার, আশি^য়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, সুরুজ আলী সরকার, গৌরীপুর উপজেলার মনাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা খাতুন, শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ, তালেব হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি, শিবপুর এল ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবু রায়হান, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকরী শিক্ষক মো. কামরুল ইসলাম।