বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৯টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি/২০২২) উপজেলা পরিষদ পাবলিক হলে ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মইলাকান্দার রিয়াদুজ্জামান রিয়াদ, গৌরীপুরের মো. হযরত আলী, অচিন্তপুরের মো. জাইদুল ইসলাম, মাওহার আল ফারুক, সহনাটীর সালাহ উদ্দিন কাদের রুবেল, বোকাইনগরের আল মুক্তাদির শাহীন, রামগোপালপুরের আব্দুল্লাহ আল আমিন জনি, ডৌহাখলার এম.এ কাইয়ুম, ভাংনামারীর মো. নেজামুল হক সরকার শপথ নেন। উল্লেখ্য যে, সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করায় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আনজুমনা কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়। শপথ গ্রহণে অংশ নেন উপজেলার ৯টি ইউনিয়নের সংরক্ষিত আসনের ২৭জন নারী সদস্য ও ৮১জন সাধারণ সদস্য।