বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৭জনের নমুনা পরীক্ষা কোভিড-১৯ নেগেটিভ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
জ¦র-সর্দি ও কাশিতে আক্রান্ত করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম এ পর্যন্ত সাত জনের নমুনা সংগ্রহ করেন। বুধবার (৮এপ্রিল/২০২০) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ৭জনেরই কোভিড-১৯ নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত গৌরীপুর উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।
তিনি আরো জানান, বর্তমানে ৩৪জন হোম কোয়ারিন্টিনে আছেন। তাদেরও সময়সীমা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গৌরীপুরকে নিরাপদ রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে। আমরা যেনো অযথা বাহিরে না যাই। ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করি। গণসমাগম এড়িয়ে চলি। জ¦র-সর্দি বা কাশি হলে বাড়িতে অবস্থান করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ওষুধ খেতে হবে।