আজ শনিবার ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২০, ৭:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে ২৩৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১২ এপ্রিল/২০২০) ২৩৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের বৃদ্ধির এ উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। উপজেলা কৃষি অপিসার লুৎন্নাহার অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন করছেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। এছাড়ও বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমীন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল ওয়াহেদ খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, ডিকেআইবি’র সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুল ইসলাম, সুমন চন্দ্র সরকার, আব্দুল মতিন, সুখরঞ্জন দাস, ওয়াবাদুল্লাহ নুরী, রফিক সরকার, স্বপন সরকার, মহি উদ্দিন, কৃষক মোঃ এমর খান, মোঃ বাবুল মিয়া প্রমুখ। কর্মসূচীর অধিনে ২৩০জন কৃষক প্রত্যেকে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৫জন কৃষক পেঁয়াজ চাষের জন্য প্রত্যেকে ২০০গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও খরচ ৫শ টাকা পান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০