শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ১৭৭ টি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রাথমিক শিক্ষার ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো, পড়াশোনার মানোন্নয়ন ও পাঠ্যাভাস গড়ে তোলার জন্য রোববার (১৮ সেপ্টেম্বর/২০২২) ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শতভাগ উপস্থিতির সেরা অভিভাবক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। শেখ লেবু স্মৃতি পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন আম্বিয়া আক্তার মমতা। মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, অভিভাবকগণ আর একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এ ত্রি-পক্ষীয় স্বদিচ্ছা ছাড়া শিশুদের লেখা পড়ার মানোন্নয়ন সম্ভব নয়। সমাবেশে বক্তারা সন্তানের পড়াশোনায় মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।