বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ ॥ আহত-৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে উপজেলার রামগোপালপুর এলাকায় বুধবার (২৮ এপ্রিল/২০২১) বিকালে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৪জন আহত হন। নিহতের নাম তাওহিদুল ইসলাম (৬)। সে ময়মনসিংহ আকুয়া মোড়লবাড়ি এলাকার মনিরুল ইসলামের পুত্র। রাত ১০টায় কোকিল চৌহান নামে আরো একযাত্রীর মৃত্যু হয়েছে। সে ঈশ^রগঞ্জ উপজেলার সোহাগীর মধু চৌহানের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঈশ^রগঞ্জগামী সিএনজি ও কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। অপরদিকে খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা হলেন ময়মনসিংহ আকুয়া মোড়লবাড়ি এলাকার তানজিনা ইয়াসমিন রনি (৩৫), তার দু’পুত্র তাসফিকুল ইসলাম সাকি (১১) ও তাওহিদুল ইসলাম (৬), নাটোরের রমজান আলীর পুত্র রেজাউল করিম (৩৫), কোকিল চৌহান (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি চালক (৩০)। আহতদের মধ্যে তাওহিদুল ইসলাম (৬) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। রাতে মারা যান কোকিল চৌহান। এদিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণিতা সূত্রধর জানান, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।