শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সড়ক দুর্ঘটনার নিহত ৪জনের পরিবারকে আর্থিক সহযোগিতা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনার নিহত ও আহতদের পরিবারকে বুধবার (১৯ ফেব্রæয়ারি/২০২০) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানের অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। অনুদান গ্রহণ করেন উজান কাশিয়ারচরের নিহত বানুর ছেলে রুহুল আমিন, নিহত রাবেয়া খাতুনের ছেলে বাদল মিয়া, নিহত লাল মিয়ার ভাই বাদল মিয়া, ভাটিপাড়া গ্রামের নিহত অটো চালক রফিকুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন, চিকিৎসাধীন আহত সুইটির কাকা বাদল মিয়া, চিকিৎসাধীন আহত জমিলা খাতুনের ছেলে সাইদুল ইসলাম।
উল্লেখ্য যে, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করতে আসার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ২৯ জানুয়ারি গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৬৮), রাবেয়া খাতুনের ছেলে গৌরীপুর উপজেলার কাশিয়ারচরের লাল মিয়া (৪৯), লাল মিয়ার চাচী সাহারা বানু (৭০) ও ময়মনসিংহের সুতিরপাড় এলাকার অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫০) নিহত হন ও দুইজন আহত হন।