শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে স্বজনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রাপ্ত জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর/২০২২) ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ ¯েøাগানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, এমন দু’মানুষকে স্বজনরা নির্বাচিত করেছেন যারা চার হাত-পা অচল থাকার পরেও নিজেদের কর্মসংস্থান নিজেরা সৃষ্টি করেছেন। স্বজন সমাজসেবামূলক কার্যক্রম শুধু গৌরীপুরে নয়; সারাদেশে দৃষ্টান্তস্থাপন করেছে।

তিনি আরও বলেন, গৌরীপুর উপজেলা পরিষদ থেকে বিগত ১০বছরে যে পরিমাণ হুইল চেয়ার দেয়া হয়নি, গত ২বছরে তারচেয়েও বেশি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এটা অত্যন্ত মানবিক কাজ। স্বজনদের ন্যায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, দেশের-সমাজের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে, মাদকবিরোধী, জাতীয় দিবসে বর্ণিল কর্মসূচীর মধ্যদিয়ে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন স্বজনরা। মানুষ তো দেখতে দেখতেই শিখে, স্বজনদের ভালো কাজ অন্যরাও প্রচার-প্রচারণা মাধ্যমে উদ্বুদ্ধ হচ্ছেন। আমি মনে করি, এ যুগান্তর স্বজনরা সফল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা স্বজনের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, রমজান আলী মুক্তি, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজিব প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরঘোড়ামারা এলাকার মো. স্বপন মিয়া ও কলাদিয়া গ্রামের মৃত রমজান আলীর কন্যা মাজেদা খাতুনকে হুইল চেয়ার প্রদান করা হয়।#