আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে স্কাউটের দীক্ষা পেলেন ১৬১জন

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৬ নভেম্বর/২০২২) আঞ্চলিক (ডৌহাখলা, রামগোপালপুর ও ভাংনামারী ইউনিয়ন) স্কাউটের উদ্যোগে ও উপজেলা স্কাউটের সহযোগিতায় ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে সত্য, সুন্দর ও আলোর পথে চলার অঙ্গিকারে ১৬১জন ব্যাজ, স্কার্ফ, ওয়াগল পড়ে দীক্ষা গ্রহণের মধ্যদিয়ে বিশ^ স্কাউটেযুক্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. নুরুল হক রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানভীর আহমেদ সজীব, উপজেলা স্কাউটস্ সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. কাজিম উদ্দিন, জেলা স্কাউট লিডার মো. নুরুল আমিন, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ আব্দুল বারী, স্কাউটস্রে এএলটি বিদ্যুৎ কুমার নন্দী, উপজেলা স্কাউট লিডার একেএম সাইফুল হক, কাব লিডার নয়ন কুমার দাস, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন প্রমুখ। আঞ্চলিক দীক্ষা অনুষ্ঠানে ৩টি ইউনিয়নের ৯টি প্রতিষ্ঠানের ৫শতাধিক স্কাউটস্ সদস্যের উপস্থিতিতে ১৬১জন দীক্ষা গ্রহণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০