শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৫:০৩ অপরাহ্ণ

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর প্রেসকাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবনরক্ষায় প্রিন্ট, ইলেকট্টনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, করোনা ভাইরাসে মানুষকে সচেতনতা বৃদ্ধির প্রধান কাজটি করে যাচ্ছেন সংবাদকর্মীরা। ডাক্তার, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সম্মেলিত প্রয়াসে আমরা করোনামুক্ত বাংলাদেশ অর্জনে সক্ষম হবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা। এই দুর্যোগে বিশ^ যেখানে অসহায় সেখানে তিনি দেশবাসীকে সাহস ও সাহায্য করে যাচ্ছেন। প্রত্যেকের ঘরেঘরে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছেন।
পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক আজকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক স্বজনের প্রতিনিধি মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির প্রমুখ। জেলা যুবলীগের সদস্য ও এমপিপুত্র তানজির আহমেদ রাজিব বলেন, করোনা পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করায় মানুষ ঘরে বসেই সঠিক খবরগুলো পাচ্ছে। তাই গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরায় এমপি মহোদয়ের উদ্যোগে পিপিই বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে ডাক্তার ও প্রশাসনকেও পিপিই প্রদান করা হয়েছে।