আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ




গৌরীপুরে শীতকালীন ক্রীড়া উৎসব

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৬ জানুয়ারি/২০২৩) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫১তম শীতকালীন ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ক্রিকেট বালক দলে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে হারিয়ে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ভলিবল বালকে রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়েছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান হয়। ভবিবল বালিকায় রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এককে কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জ্যোতি আক্তারকে ২-১ সেটে হারিয়ে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রাফিয়া আফরিন চ্যাম্পিয়ান হয়। বালক দলে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ইফতেমাম আজাদ লোবানকে হারিয়ে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সোহান আহমেদ চ্যাম্পিয়ান হয়। ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. বাউফুল আহাম্মেদ জিহাদ ও মো. শাকিল আকন্দ জুটিকে হারিয়ে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম সাদাত সরকার ও ইফতেমাম আজাদ লোবান জুটি চ্যাম্পিয়ান হয়। এ্যাথলেটিকক্সে পর্যায়ক্রমে (১ম, ২য় ও ৩য়) বিজয়ী লম্বা লাফ মাঝারী দলে বালিজড়ীর মো. তানভীর আহমেদ, গোবিন্দপুরের মো. জাহিদুর ইসলাম, মো. আসিফ শেখ, বালক বড় দলে ডৌহাখলার মো. শরিফ হাসান, গিধাউষার মো. রাহিম মিয়া, টেকনিক্যালের মো. মাজেদিন শাহিন, লম্বা লাফ বালিকা মাঝারী দলে কবুল্লেনেছার ইলহাম জাহান, সিধলার আঁখি মনি, গোবিন্দপুরের তনিকা আক্তার, চাকতি নিক্ষেপে কবুল্লেনেছার মাইমুনা আক্তার, জুলেখা আক্তার, পাইলটের নাজিয়া আফরোজ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০