আজ বুধবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ১১:০২ পূর্বাহ্ণ




গৌরীপুরে শিয়াল মারার ফাঁদে গৃহবধূ’র মৃত্যু!

গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বপ্লপশ্চিমপাড়া গ্রামে মঙ্গলবার (১২ মে/২০২০) শসা ক্ষেতে শিয়াল মারার ফাঁদে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ’র মৃত্যু হয়েছে। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মইজ উদ্দিনের পুত্র চান মিয়ার শসা ক্ষেতে শিয়ালের হাত থেকে শসা বাঁচাতে ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক লাইন টেনে ফাঁদ দেন। মঙ্গলবার সকালে গরু নিয়ে ক্ষেতের পাশদিয়ে যাওয়ার জন্য একই গ্রামের ৫সন্তানের জননী নাজমা আক্তার (৪০) বিদ্যুৎপৃষ্ঠ হন। ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি স্বল্পপশ্চিমপাড়া গ্রামের মেছোম উদ্দিনের স্ত্রী। ৭মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারসূত্র নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী মোঃ হাবিবুল্লাহ হাবিব জানান, আমরা এসে দেখি তিনি বিদ্যুতের তারে জড়িয়ে আছেন, মৃত অবস্থায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, নাজমাকে একজন মহিলা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। অফিসার ঘটনাস্থলে গিয়েছে। আমিও যাচ্ছি। এ রির্পোট পাঠানো পর্যন্ত কোন মামলা হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০