আজ বুধবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২২, ৫:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টরের বর্ণিল সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) নবাগত যোগদানকৃত ইন্সট্রাক্টর মঞ্জুরা রহমানকে বরণ ও ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার বানু বিদায় উপলক্ষে রোববার (১৩ ফেব্রুয়ারি/২০২২) প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল বিদায়-বরণ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন খান। প্রধান অতিথি, বিদায়ী ও নবাগত ইন্সট্রাক্টরকে ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন এবং ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে সংবর্ধিত করেন।

গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় (প্যানেল) সহকারী শিক্ষক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরমুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নিজাম উদ্দিন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, মোঃ হাদিউল ইসলাম, মো. আব্দুর রাশিদ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র রোজিনা আক্তার মিতু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান কামাল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, প্ল্যাসিফ্লোরা সুলতানা, হারুন অর রশিদ, আব্দুল খালেক, মাসুদ আলম ভূইয়া মুকুল, আসলাম হায়দার, হাবিবুর রহমান, মো. হাবিব উল্লাহ, শামীম আরা, মনহর উদ্দিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০