বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের মাদকবিরোধী শোভাযাত্রা ও বর্ষপূর্তি প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২১, ১১:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর/২০২১) মাদকবিরোধী শোভাযাত্রা ও গৌরীপুর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাতা স্বজন সংবর্ধনা, জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতি ফুটবল, আনন্দ ভ্রমণ, গ্রামীণ ক্রীড়া উৎসব, করোনাযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গাছের চারা বিতরণ, বাল্যবিয়ে ও মাদকবিরোধী কর্মসূচীসহ ১৭দিনব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। ‘বর্তমান তরুণসমাজ, নেশামুক্ত পরিবার’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক। তিনি বলেন, গেমস্ও তরুণদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের সঙ্গে ইন্টারনেটে থাকা আসক্তিযুক্ত গেমস্ও নিষিদ্ধ করতে হবে। এক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতনতা অত্যাবশ্যক।
বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, পাক্ষিক সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, স্বজন মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, মো. সাহাবুল আলম, পৌর স্বজনের সাবেক সম্পাদক শামীম খান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি নাদিরা জামান পান্না, আব্দুল মান্নান, রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, রবিন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, অর্থ সম্পাদক আব্দুল বাসেদ, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সহসভাপতি শফিকুল ইসলাম অপু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, স্বজন মাহবুব আলম, নূর-ই আলম, আশিকুর রহমান রাজিব, এইচ.টি তোফাজ্জল হোসেন, আবু তৈয়ব মুহাম্মদ ইয়াহিয়া, কাকন সরকার, তৌসিফ হাসিন, রিয়াদ হাসান রানা, তৌহিদুন নূর তামিম, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।