মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২০, ১:১৯ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৬ ফেব্রুয়ারি/২০২০) মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও সেঁজুতি ধর সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর থানার প্রতিনিধি সাবইন্সপেক্টর মোঃ সোলায়মান হক, গৌরীপুর প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, প্রেসকাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, চাচা ভাতিজা ইটভাটার মোঃ আব্দুর রহিম, শাপলা ব্রিকসের মোঃ ফারুক আহম্মেদ, জননী ব্রিকসের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, বিসমিল্লাহ বিকসের প্রতিনিধি মোঃ আলীম উদ্দিন, এনজিএস ব্রিকসের মোঃ মোশারফ হোসেন, মেসার্স সাফায়েত ব্রিকসের মালিক মোঃ সাফায়েত হোসেন, ট্রলি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসিম প্রমুখ।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক থেকে ইটভাটার মাটি ১৫ফুট দুরত্বে সরিয়ে নেয়া, হ্যান্ডট্রলির পিছনের ডাকনা লাগিয়ে মাটি এবং বালি ডেকে আনা-নেয়া করতে হবে, অপ্রাপ্ত বয়স চালক গাড়ি চালাতে পারবে না, প্রত্যেক ইটভাটা তার আশপাশের সড়ক সপ্তাহে কমপক্ষে দু’দিন নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্ন করবে।