আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:২৪ অপরাহ্ণ




গৌরীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ৮ম মিনিম্যারাথন অনুষ্ঠিত

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি :
পাঠকপ্রিয় দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১৫ডিসেম্বর/১৯) মহান বিজয় দিবস ৮ম মিনিম্যারাথন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক শহীদ হারুণ পার্ক থেকে দেশের ৮টি জেলার ১৩২জন প্রতিযোগী এ খেলায় অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ান হন ফুটবলার মোয়াজ্জেম হোসেন। তার বাড়ি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে। রানারআপ হন চট্টগ্রাম আর্টিলারীর সার্জেন্ট (অব.) মোঃ নুরুল হক। খেলা পরিচালনা করেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক ও স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। খেলা উদ্বোধনী পর্বে বাঁশির হুইসেল দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
৪০উর্ধ্ব মিনিম্যারাথনে বিজয়ীরা হলেন পর্যায়ক্রমে ফুলবাড়িয়ার এমদাদুল হক টুটুল, তাঁতকুড়ার মোঃ সাইফুল ইসলাম, সতিশার মকবুল হোসেন, ফুলবাড়িয়ার গোলাম মোস্তফা, গৌরীপুরের উজ্জল কুমার মোদক, রণজিত সাহা, গাভীশিমুলের এনায়েত হোসেন শামীম, ভোরের আলোর সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটু, অচিন্তপুর মুখরিয়ার তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসিম, মা-বাবার দোয়া কম্পিউটারের মোঃ জাহাঙ্গীর আলম রতন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের রহম উল্লাহ, গৌরীপুরের মোঃ দেলোয়ার হোসেন, ইসলামাবাদের মোঃ কামাল হোসেন, নয়াপাড়ার সার্জেন্ট অব. সিদ্দিক মিয়া, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক সমীরণ দেবনাথ, অমল চন্দ্র দাস, মধ্যবাজারের মুহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিভা মডেল স্কুলের পরিচালক আনোয়ার হোসেন চন্দন।


অপরদিকে গত শুক্রবার ৮ম যুব মিনিম্যারাথনে ১৫ জেলার ১১৩জন প্রতিযোগী এ খেলায় অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ান হন বাংলাদেশ নৌবাহিনীর দৌড়বিদ নুরুজ্জামান। তার বাড়ি নেত্রকোণা জেলার বিশুরা। পর্যায়ক্রমে সেরা ১০জন হলেন গৌরীপুরের নারায়ন চন্দ্র সরকার, ঢাকার আরিফ হাসান, মোঃ রানা মিয়া, গৌরীপুরের সুজন চন্দ্র মোদক, আব্দুল হালিম, মির্জাপুরের আব্দুল হক আব্দুল্লাহ, আরএফএলের কর্মকর্তা লোকমান হাকিম, গৌরীপুরের কবীর হোসেন সুজন, শুভংকর ঘোষ, কিশোরগঞ্জের মোহন মিয়া। বিচারকের দায়িত্ব পাল। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, লেখক সংঘের কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার তুলে দেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, একটি সকাল একটি মানুষের জীবনকে বদলে দেয়। স্বজনরা সেই সকালের ডাক দিয়েছে ম্যারাথনে। এ ডাক সুস্থ্যভাবে বেঁচে থাকার আহ্বান। বিশেষ অতিথির বক্তব্যে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিঞা বলেন, সুসংগঠিত প্রাণচঞ্চল উল্লাসিত স্বপ্নজয়ী কিছু মানুষের সমাগম চমৎকার এ খেলা আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আরেক বিশেষ অতিথি প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু বলেন, দৈনিক যুগান্তর পাঠকপ্রিয়তার জন্য আর স্বজনরা দৈনিক যুগান্তরের কাণ্ডারী হিসাবে মানুষের কল্যাণে নিবেদিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও গৌরীপুর স্বজন উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিএফএ’র সহসভাপতি মুক্তিযোদ্ধা রতন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, ডিকে ইলেকটোর স্বত্ত্বাধিকারী দিলীপ কুমার দাস, পান্ডা সুজ কোম্পানী মার্কেটিং ব্যবস্থাপক শাহিন মাসুদ, স্বজন মেডিকেল টিম প্রধান ডাঃ একেএম মাহফুজুল হক, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সরকারি কলেজ স্বজনের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ। সড়ক শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেটদল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০