শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ক্ষতিপূরণ পেলেন ১২জন ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণে ক্ষতিগ্রস্থ ১২জন ব্যবসায়ীর মাঝে ১৪লাখ ২২হাজার ২২০টাকার ক্ষতিপূরণের চেক বুধবার (১৩ এপ্রিল/২০২২) বিতরণ করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো. আজমল হক, ময়মনসিংহের ভূমি অধিগ্রহণ অফিসার (এলএও) মাহমুদা হাসান, গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম প্রমুখ।
ক্ষতিপূরণ পেয়েছেন মো. আব্দুর রাশিদ, মো. মহরম আলী, সত্যরঞ্জন হালদার, মো. জয়নাল, মো. খোকন খান, এম.এ জলিল, মো. শহিদুল ইসলাম খান, মো. শাহীন খান পাঠান, মো. আব্দুল মান্নান ও মো. উবায়েদুল্লাহ ফকির।