আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ




গৌরীপুরে ভিজিডি’র চাল না দেয়ায় কার্ডধারীদের বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৯ ডিসেম্বর/২০২০) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট) ভিজিডি কর্মসূচীর প্রতি কার্ডধারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ৩মাস যাবত চাল না পেয়ে সুবিধাভোগীরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের চাল দেয়ার দাবী জানান।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার বেগম সুলতানা আকন্দ জানান, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ২৮২জনের প্রত্যেকের ৩০ কেজি করে প্রতিমাসে ৮.৪৬ টন চালের নির্ধারিত ডিও (গোদাম থেকে উত্তোলনের অনুমোদনপত্র) দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের ডিও ওই মাসের ৯তারিখ, অক্টোবর মাসের ডিও ওই মাসের ৭তারিখ ও নভেম্বর মাসের ডিও ওই মাসের ৭তারিখে প্রদান করা হয়েছে। ইউপি নির্বাচন হওয়ায় ডিসেম্বর মাসের ডিও ইউনিয়ন পরিষদের সচিব বরাবরে প্রেরণের প্রস্তুতি চলছে। চালবঞ্চিত নারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে এসেছি। চাল বিতরণের রেজিস্টার কেউ দেখাতে পারেনি। চাল উত্তোলন প্রসঙ্গে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল মিয়া জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল নির্ধারিত সময়ে চেয়ারম্যান উত্তোলন করেছেন। নভেম্বর মাসের চাল গুদামে সংরক্ষিত রয়েছে।

চালবঞ্চিত ১৩৬নং কার্ডধারী মো. নজরুল ইসলামের স্ত্রী রুপালী আক্তার জানান, বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিকট প্রতিমাসেই চাল আনতে গিয়েছি। শুধু চাল বিতরণের তারিখ করেন, চাল দিচ্ছেন না। ১৬৮নং কার্ডধারী কামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার জানান, ডিসেম্বরসহ চারমাস হলে যাচ্ছে চাল দিচ্ছে না। অবিলম্বে চাল বিতরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুবিধাভোগী রাবিয়া আক্তার, পারভীন আক্তার, আমিনা বেগম, মোছা. মদিনা আক্তার, মাজেদা আক্তার, তানজিনা আক্তার, জুলেকা খাতুন, রিনা বেগম, দুলেনা আক্তার, রাবিয়া খাতুন, সেলিনা বেগম, কল্পনা আক্তার, নুর জাহান, মোছা. হোসনেয়ারা, মোছা. জেলী আক্তার, মোছা. কল্পনা বেগম, মোছা. ফুলবানু, রিনা আক্তার প্রমুখ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, চাল উত্তোলনের পরেও সুবিধাভোগীরা না পাওয়ায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে কারণ দর্শানোপত্র দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের গুদামে ২মাসের চাল সংরক্ষিত রয়েছে। চাল বিতরণ করতে গেলেই অতিরিক্ত ১/২লাখ টাকার চাল কিনে প্রতিবার আমার দিতে হয়। ২৬ডিসেম্বর নির্বাচন হয়ে গেলে অবশ্যই ২৮ডিসেম্বরের মধ্যে সবার চাল বিতরণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০