শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ভাতাভোগীর ঘরে যাচ্ছে ভাতার টাকা!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২০, ৫:১৩ অপরাহ্ণ

মোখলেছুর রহমান, গৌরীপুর  প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ব্যাংকের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল/২০২০) থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি ভাতার টাকা ঘরে পৌঁছে দিচ্ছেন। সুবিধাভোগীদের ঘরে ভাতার টাকা পৌঁছে দেয়া এ উপজেলায় এটাই প্রথম। এ ইউনিয়নের ৫শতাধিক ভাতাভোগী ঘরে বসেই পেলেন টাকা।
গৌরীপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মীর মোঃ নূরুশ শামসের ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তর হতে প্রদেয় সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। ব্যাংকের ব্যবস্থাপক মীর মোঃ নূরুশ শামস বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখা ও এ ভাইরাসের প্রার্দুভাব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জননেত্রী শেখ হাসিনার উপহার ভাতার টাকা এখন ঘরে বসে পাচ্ছেন, দুর্ভোগ কমেছে, যাতায়ত খরচ নেই। দুঃসময়ে এ উদ্যোগের সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইফতেখার আহম্মেদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা সাইদ হাসান, সমাজসেবা অফিসের মোঃ ইকবাল হাসান, সহনাটী ইউনিয়নের মেম্বার শফিকুল ইসলাম খান, মোঃসবুজ মিয়া প্রমুখ।