শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ এপ্রিল, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২২, ৭:১১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২এপ্রিল/২০২২) অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার উদ্যোগে ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ স্লোগানে গৌরীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। দিবসে তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার প্রধান উপদেষ্টা এস এম এমরান সোহেল। বক্তব্য রাখেন অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার প্রধান মো: শাহাদাত হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, নাজিরুল হক, পলি রাণী ধর, কাজল কুমার সরকার, বিজন চন্দ্র সরকার, নুরুল আমিন, প্রাণতোষ চন্দ্র দেবনাথ প্রমুখ।