বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বিদ্যা-বুদ্ধির দেবী সরস্বতী পুজা অর্চনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২২, ৭:৫০ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৫ ফেব্রুয়ারি/২০২২) বিদ্যা-বুদ্ধির দেবী সরস্বতী পুজা অর্চনা অনুষ্ঠিত হয়। শহরের স্টেশন রোড, বাগানবাড়ি, কালিখলা, উত্তরবাজার, খেলার মাঠ ও ইউনিয়নের বিভিন্ন স্থানে পুজারীরা এ পুজা অর্চনা করেন। করোনাকালীন দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠাগুলোতে তেমনভাবে এ পুজা হয়নি। কয়েকটি প্রতিষ্ঠান নিয়মরক্ষা করে চলেছেন।

দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের শিক্ষার্থী শ্যামশ্রী ঘোষ বৃন্দা জানান, তিনি সরস্বতী দেবীর নিকট করোনামুক্ত শিক্ষাঙ্গনের জন্য প্রার্থনা করেছেন। স্কুল যেন খুলে যায়, আবারও নিয়মিত স্কুলে যেতে পারে সেই জন্য করোনামুক্ত হওয়ার জন্য আরাধনা করেছে। পৌর শহরের ঘোষপাড়ায় নন্দদুলাল ঘোষের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে পুজা অর্চনা করতে দেখা যায়। কালিপুর বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানান, আমরা দেবীর নিকট প্রার্থনা করেছি। এ বিশ^ভুবনের শিক্ষাঙ্গন থেকে যেন করোনামারী দুর হয়। আমাদের সন্তানরা আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে পারে। পুর্জা অচনা করেন ঠাকুর হারাধন চক্রবর্তী।