শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বিএইচআরসি’র উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২০, ২:২৭ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ও বৃহস্পতিবার দু’দিনে পৌর শহরের প্রধান সড়ক, শাখা সড়কে যানবাহনের চালক, হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন।
কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সহ সম্পাদক আমিরুল মোমেনীন, মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, যুগান্তর স্বজন সমাবেশের স্বজন উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, মানবাধিকার কমিশনের কর্মী মোখলেছুর রহমান, শ্যামল ঘোষ, গোলাম কিবরিয়া প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, দুর্যোগকালীন সময়ে আসুন আমরা সবাই সচেতন হই, দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।