আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে স্বজনরা

মোখলেছুর রহমান : 
নভেল করোনা ভাইরাসের প্রতিরোধে কর্মহীন ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে পাশে দাঁড়িয়ে দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। মঙ্গলবার (৩১মার্চ/২০২০) তালিকা অনুযায়ী এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বজনরা।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। এছাড়াও সঙ্গে রয়েছেন প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, রফিকুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, স্বজন তাসাদুল করিম ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। এ কর্মসূচীর অধিনে ২০০পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি মুশুরির ডাল, এক কেজি লবন ও ২টি সাবান দেয়া হচ্ছে।

ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, ইসলাম সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলাম, মুক্তিযোদ্ধা রতন সরকার, বাপ্পী সরকার, মুক্তিযোদ্ধা সজল সরকার, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, এক টাকার খাবার প্রজেক্টের রাফাত নূর, পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, স্বর্ণা টেলিকমের পরিচালক শ্যামল ঘোষ, ক্রীড়বিদ সুসমিতা ঘোষ, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, জেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ কামাল হোসেন, গৌরীপুর স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, ডা. এ.কে.এম মাহফুজুল হক, যুগ্ম সম্পাদক গোবিন্দ বণিক।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০