বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বর্গাচাষীর ধান কেটে দিলো ছাত্রলীগের কর্মীরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে বর্গাচাষী মোঃ শওকত আলীর ক্ষেতের ধান কেটে দেন উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল/২০২০) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কৃষকের বাড়িতে পৌঁছে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল থেকে ধান কাটা শুরু করেন। বর্গাচাষীর পাকা ছিলো মাত্র ৪০শতাংশ জমি। কিছুক্ষণের মধ্যেই জমির ধান কাটা শেষ এরপরে শুরু হয় মাড়াই। দারির ওপরে বেঞ্চ রেখে সেখানে শুরু হয় মাড়াই। সূর্য্য ঠিক মাথার ওপরে আসার আগে কৃষকের গোলায় উঠে ধান। কৃসক মোঃ শওকত আলী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা এসে কাট কেটে দিবে, তা কখনও ভাবনায় ছিলো না। সত্যিই আমাকের বিস্মৃত! কয়েকদিন ধরে ধানটা কাটবো ভাবছিলাম, শ্রমিকের দাম বেশি তাই কাটা হচ্ছিলো না। কিছু অংশ নষ্টও হয়ে যাচ্ছিলো। ধন্যবাদ ছাত্রলীগকে।
ধানকাটা কর্মসূচীতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ফজলে রাব্বি খান রিফাত, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলী আসগর সোহাগ, ছাত্রলীগের কর্মী অন্তর খান পাঠান, মজিবুর রহমান সুমন, মেহেদী হাসান রোমন, মোঃ জাকির ইসলাম, মামুন খান পাঠান, আরিয়ান আহমেদ দীন, রিয়াদ খান পাঠান, জাহিদ হাসান মামুন, আল মামুন, অনিক সরকার, শরিফ আহাম্মেদ, শান্ত মিয়া প্রমুখ। ফজলে রাব্বি খান রিফাত জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা এবার কৃষককে ধানকাটায় সহযোগিতা করছেন। আমরাও করছি। পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার বলেন, এ কর্মসূচী আমাদের জন্য আনন্দের, ধান কেটে দেয়ার পর কৃষকের মুখে দেখলাম তৃপ্তির এক অকৃত্রিম হাঁসি। তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনেও এ কর্মসূচী অব্যাহত থাকবে।