বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বন্ধ সার্টারে খুলে মানুষ বের করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট॥ ১৬জনের বিরুদ্ধে মামলা ॥ ৬৪হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৫:০৯ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশানা মেনে চলার জন্য গণজমায়েত এড়াতে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত বের হওয়ার খবরে অধিকাংশ দোকানী সার্টার পেলে দোকান বন্ধের অভিনয় করেন। সেই অভিনয়ে এবার ধরা খেলেন ৯জন ব্যবসায়ী। বন্ধ দোকানের সার্টারে টুক্কা দিয়ে দোকানের ভিতর থেকে মানুষ বের করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভ্রাম্যমান আদালত বা পুলিশ অভিযানে আসলে দোকানের সার্টার পেলে দেয়া হয়। মুর্হূতেই আবার এসব খোলা হয়। এ যেন চোর-পুলিশ খেলা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, তাদের সেই অভিনয়ও ধরা পড়ছে ভ্রাম্যমান আদালতের সামনে। তাই এসব দোকানীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ১৬টি মামলা দায়ের ও ৬৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার কালীপুর দৈনিক বাজারে বিজয় সরকারকে ৩হাজার টাকা, মধ্যবাজারের ৪জন ব্যবসায়ীকে ১৬হাজার টাকা, শ্রীকান্ত সরকারকে ৭ হাজার টাকা, কামরুজ্জামানকে ১৫হাজার টাকা, আব্দুস সালামকে ৫হাজার টাকা, মধ্যবাজারের দুই ব্যবসায়ীকে ৬হাজার টাকা, দুলাল মিয়াকে ৭হাজার টাকা, পাটবাজারের মোঃ রিয়াজ উদ্দিনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ মাইনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন।