মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৯, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনিস্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮জুলাই/২০২২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপে মাওহা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ২নং গৌরীপুর ইউনিয়নের শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপে সিধলা ইউনিয়নের বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক সরকার, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন, ভালুকা সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুর কাদির প্রমুখ।