বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের জন্য সেরা হলেন যাঁরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২১, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ঝড়েপড়া প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়ন, সঠিক সময়ে ক্লাস, শিক্ষার উপকরণ ব্যবহার, শিক্ষার্থী তথ্য-প্রযুক্তিতে যুক্তকরণসহ নানা কার্যক্রমে সেরাদের নাম বুধবার (২১ সেপ্টেম্বর/২০২২) ঘোষণা করেন ইউএনও হাসান মারুফ ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মান্নান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ডেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহানারা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. কামাল হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা বিলকিস, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি মনাটি দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহাম্মদ হোসেন, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, শ্রেষ্ঠ কাব শিক্ষক ঝাউগাই আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়ন কুমার, শ্রেষ্ঠ কর্মচারী গৌরীপুর শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ শাহজাহান ফকির, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার মনিকা পারভীন, শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ, শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, শ্রেষ্ঠ কাবশিশু গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ান মৌনতা ইবনাত, ঝড়েপড়ারোধে সেরা প্রতিষ্ঠান গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।