বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ এপ্রিল, ২০২২
দৈনিক বাহাদুর || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহেরর গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এর আগে শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়।

অভিযানে পৃথক স্থান থেকে ১ কেজি গাঁজা সহ চারজন ও ১ গ্রাম হেরোইন সহ একজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার মৃত হারাধন সরকারের ছেলে সজল সরকার (৪০) ৯ মাস কারাদণ্ড ও ১ হাজার ৫শ টাকা জরিমানা, মধ্যবাজার মহল্লার
মৃত আব্দুল হান্নানের ছেলে সজিবর রহমান হিমেল (৩১) ৪ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, সহনাটি ইউনিয়নের সরিষাহাটি গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ রাজীব হোসেন (৩০) ১০ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, সরিষাহাটি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মামুন (২৬) ৩ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা ও ইউনিয়নের গিধাউষা গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে মোঃ পলাশ (৩০) ৪ মাস কারাদণ্ড ও ১ হাজারা টাকা জরিমানা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন জব্দকৃত মাদক বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।