বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পলাশকান্দা ট্র্র্যাজেডি দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমা-, চাঁদের হাট অগ্রদূত শাখা ও সংগীত নিকেতেরন উদ্যোগে পলাশকান্দা ট্র্র্যাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর/২১) প্রভাতফেরি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ ও পথসভায় ‘পলাশকান্দা ট্র্যাজেডি’ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। ৭১’র রণাঙ্গন ও পলাশকান্দা ট্রাজেডি’র ইতিহাস তুলে ধরেন শহীদ মঞ্জু’র ভাই গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সংগীত নিকেতনের পরিচালক এম.এ হাই, ওস্তাদ আব্দুল মালেক সরকার, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত ১৯৭১ সালের ৩০ নভেম্বর ময়মসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পলাশকান্দা গ্রামে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর হামলায় জসিম, মঞ্জু, সিরাজ ও মতি শহীদ হন।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, মোঃ ইকবাল হাসান খান, প্রদীপ কুমার সরকার, আব্দুল জলিল, মোঃ তমিজ উদ্দিন, আব্দুল করিম, রতন চন্দ্র সরকার, নূরুল ইসলাম, মুজিবুর রহমান, এম.এম মনসুর, মোঃ আব্দুল কদ্দুছ, মোঃ আবুল মনসুর, মোঃ মফিজ উদ্দিন, ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের কমান্ডার এম এ হাই, প্রথম আলোর সাংবাদিক কামরান পারভেজ, ফটো সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল চন্দ, প্রভাষক মোখলেছুর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, মুক্তিযোদ্ধার সন্তান ইসমত আরা রানু, মজিবুর রহমান, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, রুবেল, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সদস্য প্রদীপ সরকার রানা প্রমুখ। ১৯৭১ এর এই দিনে ময়মনসিংহের গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সাথে এক সম্মুখযুদ্ধে পলাশকান্দায় শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম।