শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে নেম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৩ ডিসেম্বর/২০২২) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো মিডিয়া প্রি-ক্যাডেট স্কুল, অবদান কিন্ডারগার্টেন, ফেমাস কিন্ডারগার্টেন, এম.টি.সি মডেল স্কুল, বীরাঙ্গনা ইংলিশ লার্নিং এন্ড স্কুল, কিশোর দিশারী কিন্ডারগার্টেন, বিকাশ কিন্ডারগার্টেন, সানরাইজ কিন্ডারগার্টেন, মাওহা আইডিয়াল কিন্ডারগার্টেন, খলতবাড়ি আব্দুল করিম কিন্ডারগার্টেন, আনন্দ আইডিয়াল স্কুল, বর্ণমালা কিন্ডারগার্টেন, সাদেক চাইল্ড এডুকেশন সেন্টার, চ্যালেঞ্জ কিন্ডারগার্টেন, নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন, মেধাসিঁড়ি স্কুল, দি নলেজ মডেল স্কুল, আল নূর কিন্ডারগার্টেন, কুনিহাটী নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিল্লা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ফরিদপুর বোয়ালমারি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, ভূটিয়ারকোনা আদর্শ উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, সাংবাদিক মোখলেছুর রহমান, শাহজাহান।
বৃত্তি পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালন করেন নেম’র চেয়ারম্যান ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক এম.এইচ.এম হাদী, নেম’র সাধারণ সম্পাদক ও নতুনকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মেজবা উদ্দৌজা, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবু সুয়েম ভূঞা, হল সুপার এমদাদুল হক মিলন, বৃত্তি অনুষ্ঠানের উদ্দোক্তা ও মিডিয়া প্রি-ক্যাডেট স্কুলের মো. আনোয়ার হোসেন।