বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে নববর্ষ উদযাপন উপলক্ষে ১হাজার ৪২৭জনকে জীবনের নিরাপত্তা ও খাদ্য সামগ্রী দিচ্ছে স্বজনরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২০, ৭:৪৬ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলা নববর্ষ ১৪২৭ কে বরণ উপলক্ষে শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ১হাজার ৪২৭জনকে জরুরী জীবনের নিরাপত্তার জন্য মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার ও খাদ্য সামগ্রী দিচ্ছেন স্বজনরা। সোমবার (১৩ এপ্রিল/২০২০) এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক জানান, নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে এ উপকরণ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, স্বজন অনামিকা সরকার, তাসাদুল করিম, নুর মোহাম্মদ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।