শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে দোলপূর্ণিমায় দোলখেলা আর প্রার্থনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৯, ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৯মার্চ/২০২০) দোলযাত্রা শেষে গোবিন্দ জিউর মন্দির আঙ্গিনায় হিন্দুধর্মালম্বীদের বড়-ছোট সবাই মেতে উঠেন দোলখেলায়। সঙ্গে ছিলো বিশেষ প্রার্থনাও।
দোলখেলা ও প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন সাহা, সাধারণ সম্পাদক স্বপন এস, সহসভাপতি সম্ভু সাহা, প্রবন কান্তি ধর, সহ-সম্পাদক চন্দন এস, অর্থ সম্পাদক মিন্টু পাল, মন্দির সম্পাদক স্বপন সরকার, মহিলা সম্পাদিক রীতা রাণী লস্কর, নিয়তী রানী রায় প্রমুখ।

সারধা সংঘের সভাপতি অনামিকা সরকার জানান, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যার ধারাবাহিকতায় যুগযুগ চলে আসছে।

টি.কে ওয়েভ-ইন