শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে তিথি নিহতের ঘটনায় সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেনের মানববন্ধন ও শোক র‌্যালি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ

সেলিম আল রাজ:
মেধাবী স্কুলছাত্র তিথি হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি/২০২০) ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও শোক র‌্যালি করেছে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুল।
শহরের নুরুল আমিন খান সড়কে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম, অভিভাবক আল আমিন, শিক্ষক লুৎফুন্নাহার লাকী, মোঃ সাইফুর রহমান রিফাত প্রমুখ।
এ দিকে শহরের যানজট নিরসনের জন্য দ্বিতীয় দিনেও যুব সমাজ মাঠে নামে। শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিরাপত্তা ও সুশৃঙ্খলা ফেরাতে মোঃ আরিফুল ইসলাম, তারেক রহমান শিমুল, মওদুদ খান শুভ্র, রাজি উল হক দুর্জয়, সাদমান খান, তীর্থ পাল, তাহমিদ মাহদি আরাফ, ইনানুর রহমান, দ্বীপ রায়, রিয়াদ হাসান রানা, তারেক সিদ্দিকী নাবিলা, মোজাম্মেল ক, শিহাব, আকাইদ হোসেন, আরিয়ান ইসলাম অরণ্য দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, গত সোমবার সকার ৭টা ২০মিনিটের দিকে শহরের পাটবাজার এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেধাবী ছাত্রী তিথি পাল ঘটনাস্থলে নিহত হন। আহত হয় তার বান্ধুবী রূপ চক্রবর্তী। দু’জনই ৫ম শ্রেণিতে জিপিএ-৫ পায়। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিথি পাল প্রাথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষায় উপজেলায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছিলো। সংগীতেও প্রথম অর্জন করে।