বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশে রেলওয়ে (ঢাকা) পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার বলতে পারবো কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রিলিফ ট্রেন ও উদ্ধারকর্মীরা ৯ ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বলেন লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গেরীপুর রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে নিয়ে । দুইটি বগি সংযোজন করার পর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ১৩ টি বগি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।